পদ্মা সেতু প্রকৌশলগত দিক দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্থাপনা হতে যাচ্ছে। সেতুটি কীভাবে নির্মিত হচ্ছে, সে বিষয়ে বাংলা ভাষায় প্রথম একটি পূর্ণাঙ্গ গ্রন্থ 'পদ্মা সেতু'।
এই বইটিতে শুধু পদ্মা সেতুর প্রকৌশলগত বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়নি; বরং এত বৃহৎ একটি প্রকল্পের জন্য আরও যে সব কারিগরি, ভৌগোলিক, পরিবেশগত এবং অর্থনৈতিক বিবেচনা করা হয়েছে, লেখক সেগুলোকেও সবিস্তারে তুলে ধরেছেন। প্রমত্তা এই পদ্মার ওপর কোন প্রযুক্তিতে এত বড় সেতুটি তৈরি হচ্ছে, পিলারের গোড়ার মাটিক্ষয়ের সমস্যাকে মোকাবেলা করা হবে কীভাবে, দ্বিতল এই সেতুটি কেমন করে নিজের ভার বহন করবে, সেতুর পাইল কেন বাঁকা করে বসানো হয়, সম্ভাব্য ভূমিকম্পের ধাক্কা কী কৌশলে পদ্মা সেতু সামলাবে - এমনি অজস্রর সব প্রশ্নের উত্তর বইটিতে ধারাবাহিকভাবে দেয়া হয়েছে।
সেতু বিষয়টা আসলে কী এবং প্রাচীন আমল থেকে আধুনিক কাল পর্যন্ত বিশ্ব জুড়ে সেতুর প্রযুক্তিতে কী কী বিবর্তন এসেছে, সে প্রসঙ্গেও পাঠক বইটি থেকে সবিস্তারে জানতে পারবেন।
গ্রন্থকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটে শিক্ষকতা করছেন। প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীরা শুধু নন, পদ্মা সেতু বিষয়ে জানতে উৎসুক যে কোন পাঠকের বহু রকমের কৌতূহল মেটাবে এই গ্রন্থটি।