লুইস ক্যারল শিশু সাহিত্যের কালজয়ী স্রষ্টা। জন্ম ১৮৩২ সাল, মৃত্যু ১৮৯৮। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক পঠিত শিশুসাহিত্যের তালিকায় ঠাঁই পেয়েছে তাঁর Alice's Adventures in Wonderland, প্রথম আবির্ভাবের পর দেড় শতাব্দী পেরিয়ে গেলেও কাহিনীটির আবেদন আজও সমানই অটুট আছে। বহুমুখী প্রতিভার অধিকারী লুইস ক্যারল ছিলেন একাধারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক, উদ্ভাবক, আলোকচিত্রী এবং আরও অনেক কিছু।