বগুড়া জেলার জয়পুরহাটে মফিজ চৌধুরীর জন্ম ১৯২০ সালে। তিনি তাঁর শিক্ষাজীবন অতিবাহিত করেন বগুড়া জিলা স্কুল, কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শেষোক্ত প্রতিষ্ঠানটি থেকে রসায়নশাস্ত্রে এমএসসি ডিগ্রি অর্জনের পরে ভারত সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষাথের্ ১৯৪০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। চার বছর পর পেনসিলভানিয়ার লিহাই ইউনিভার্সিটির কেমিস্ট্রি ও কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সেখানে কিছুকাল শিক্ষকতা এবং জাতিসংঘে কিছুদিন কাজ করার পর ১৯৫১ সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন, নিযুক্ত হন পূর্ব পাকিস্তানের শিল্প বিভাগে উপ-পরিচালক হিসেবে। ১৯৫৮ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চলে ইস্ট পাকিস্তান সাইকেল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। ১৯৭০ সালে বঙ্গবন্ধু স্বতঃপ্রণোদিত হয়ে তাঁকে জয়পুরহাট-পাঁচবিবি-ক্ষেতলাল থেকে গণপরিষদে প্রার্থিতার মনোনয়ন দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধের পর ১৯৭২ সালেতিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য নিযুক্ত হন এবং দু’বছরের কিছু বেশি সময় এই পদে কর্মরত থাকেন। ১৯৯৩ সালে তাঁর জীবনাবসান ঘটে।