Filters

বদিউদ্দিন নাজির

বদিউদ্দিন নাজির (জন্ম ১৯ মে, ১৯৫০) ছোটদের জন্য লেখালেখি শুরু করেন গত শতকের সত্তর দশকে। মরহুম কবি হাবীবুর রহমানের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় ঐ সময় তিনি দৈনিক আজাদ-এর 'মুকুলের মহফিল’-এ নিয়মিত লিখতেন। মাঝে দীর্ঘ বিরতি। তবে লেখা একেবারে ছেড়ে দেননি কখনো। ছোটদের জন্য তাঁর লেখা গল্পের বই: পবনগতি রাজকন্যা (২০০১); গাধা, শিয়াল ও নেকড়ের গল্প (২০০১)। পুনর্কথিত ও অনূদিত ক্লাসিক: ফ্রাংকেনস্টাইন (১৯৮৯); হাকলবেরির রোমাঞ্চ অভিযান (১৯৯০); ব্ল্যাক বিউটি (১৯৯০); অনূদিত জনপ্রিয় বিজ্ঞান: গাছ (২০০১), পানি (২০০১)। ব্ল্যাক বিউটি ব্যতীত সকল বইয়ের প্রকাশক ইউপিএল।